কুড়িগ্রামে শীতে কাবু নিম্নআয়ের মানুষ

0

কুড়িগ্রামে ঘন কুয়াশা কম থাকলেও হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষজন পড়েছেন বিপাকে। রাতে বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা পড়ছে। সকাল ১০টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায় না। ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এ জেলার মানুষজন।

মঙ্গলবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পেরিয়ে গেলেও ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। আবার বিকাল হতে না হতেই ঠান্ডার প্রকোপ বেড়ে যায়। এই অবস্থায় শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষজন পড়েছেন বিপাকে।

জেলার রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন,তাপমাত্রা গতদিনের চেয়ে কমে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। এ রকম তাপমাত্রা আরও কয়েকদিন থাকবে। তবে এ মাসের মধ্যে আরও একটি শৈত্য প্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here