জামালপুরে মর্টার শেলের সন্ধান

0

জামালপুরে পরিত্যাক্ত অবস্থায় একটি মর্টার শেলের সন্ধান পাওয়া গেছে। নিরাপত্তার জন্য জায়গাটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মর্টার শেলটি উদ্ধার করতে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়েছে। 

সোমবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় স্থানীয় বাবুল মেম্বারের দোকানের পেছনে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি দেখতে পায় স্থানীয়রা। এ সময় তারা সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে এসে নিরাপত্তার জন্য মর্টার শেল পড়ে থাকা জায়গাটিকে ঘিরে রাখে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন। 

এছাড়াও সোমবার বিকালে সেই নির্বাচনী প্রচার কেন্দ্রে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ নেতাকর্মী এবং স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করে গেছেন, তার কিছুক্ষণ পরেই সেই জায়গার পাশেই মর্টার শেলের খাবর পাই। 

এ ব্যাপারে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, ইতিমধ্যে জেলা প্রশাকের মাধ্যমে মর্টার শেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করার জন্য ঘাটাইল ক্যান্টনমেন্টের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা আসার আগে পর্যন্ত এই স্থানটিকে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান করবে এবং স্থানীয়দের নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here