নেত্রকোনা পৌর শহরের নিউটাউন এলাকায় নিজ ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সত্তরোর্ধ্ব জোসনা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ঘরের বাইরে থেকে তালা দেয়া অবস্থায় থাকলে তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশীদ।
স্থানীয় প্রতিবেশী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেওয়ান শান্তা আহমেদ জানান, ফেরদৌস মোল্লার বোন সত্তরোর্ধ্ব জোসনা বেগম তাদের বাসার পাশে থাকতেন। বিধবা নারীর তিন ছেলে দুই মেয়ে। বড় ছেলে মিলটন এবং ছেলের পরিবারের সাথেই থাকতেন। দু’তিনদিন ধরে পুত্রবধূ নেই। সোমবার আত্মীয়-স্বজনরা ফোন দিয়ে খোঁজ নেয়ার চেষ্টা করলে ফোন বাজলেও রিসিভ না করায় কয়েকজন খুঁজতে আসে বাসায়। কিন্তু এসে দেখে বাইরে থেকে তালা দেয়া ঘরে। তখন মই এনে ভেন্টিলেটর দিয়ে দেখে ঘরের ভেতরে কিছুটা অগোছালো। এরপর পুলিশ এনে ঘরের দরজা ভেঙে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।