সিরিজের প্রথম বৃষ্টি বিঘ্নিত টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২২ রানে জয় পেয়েছে বাংলাদেশ।
টস হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। আর তাতে চট্টগ্রামে জ্বলে ওঠে সাকিব আল হাসানের দল। বৃষ্টি নামার আগ পর্যন্ত ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ২০৭ রান।
তবে তাসকিন আহমেদদের আগ্রাসী বোলিংয়ে লক্ষ্য ছুঁতে পারেনি আয়ারল্যান্ড। ওরা ৫ উইকেট হারিয়ে তুলতে পেরেছিল ৮১ রান।
শুরুতে লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে দারুণ সূচনা করেছিল টাইগাররা। ২৩ বলে ৪৭ করে ফেরেন লিটন। ৩৮ বলে ৬৭ করেছেন রনি।
১৩ বলে ১৪ রান করে নাজমুল শান্ত ফিরলেও ২০ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারী।