ক্রিকেটের পাশাপাশি এবার ফুটবলে মনোযোগ দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার আইপিএলের দল কলকাতা নাইটরাইডার্স এবার পিছিয়ে পড়া মেয়েদের ফুটবল প্রশিক্ষণ দেবে।
৫০ জন প্রতিভাবান মেয়েকে ফুটবল প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে দলটি।
গরিব হলেও এই সব মেয়ের প্রতিভা রয়েছে। তাদের প্রতিভা যাতে নষ্ট না হয় তার জন্য এই পদক্ষেপ নিয়েছে কেকেআর। আগামী দিনে বাংলার অন্য জায়গা থেকেও ফুটবলার তুলে আনার কাজ করবে তারা।
এই বিষয়ে নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর বলেন, ‘দল হিসাবে ক্রিকেটের বাইরেও ভাবনাচিন্তা করি। মাঠের বাইরেও আমাদের দায়িত্ব রয়েছে। সেটা পালনের চেষ্টা করছি। বাংলার মেয়েরা এখন ফুটবলে অনেক উন্নতি করেছে। কিন্তু এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখান থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখলেও তা বাস্তবে পরিণত করা কঠিন। সেই স্বপ্ন বাস্তব করার পথে সাহায্য করছি।’