মোদীকে নিয়ে মন্তব্য, বরখাস্ত হলেন মালদ্বীপের তিন উপমন্ত্রী

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হয়েছেন মালদ্বীপের তিন উপমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে মোদীর এক পোস্টের প্রতিক্রিয়ায় ‘ক্লাউন’, ‘সন্ত্রাসী’ ও ‘ইসরায়েলের পুতুল’ বলে মন্তব্য করেছিলেন তারা।

রবিবার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয়ের এক কর্মকর্তা।

এছাড়া মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এসব মন্তব্য ব্যক্তিগত। তাদের বক্তব্য সরকারের প্রতিনিধিত্ব করে না।

বরখাস্ত তিন উপমন্ত্রী হলেন মালশা শরীফ, মরিয়ম শিউনা ও আবদুল্লাহ মাহজুম মজিদ।

মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে (সাবেক টুইটার) লাক্ষাদ্বীপের একটি ছবি পোস্ট করেছিলেন মোদী। এর মাধ্যমে ভারতীয় দ্বীপাঞ্চল কেন্দ্রিক পর্যটনের প্রচার চালান তিনি। দিল্লি ও মালের অনলাইন প্রচারযুদ্ধ অনুসারে, মূলত ভারতের বিপরীতে চীনের দিকে মালদ্বীপের ঝুঁকে পড়া এমন প্রচারণার লক্ষ্য।

মোদীর ওই পোস্টে অবমাননাকর মন্তব্য করেন দ্বীপরাষ্ট্রটির ওই তিন উপমন্ত্রী। এরপর এসব মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ শুরু করে ভারতীয়রা। মূলত বিরূপ প্রতিক্রিয়ার পরই তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানায় মালদ্বীপ সরকার।

গত বছর নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই মালদ্বীপে অবস্থানরত ৭৫ ভারতীয় সেনাকে দেশ ছাড়তে বলেন মুইজ্জু। এর পরপরই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে শুরু হয় টানাপড়েন। এর মাঝে মোদীর সাম্প্রতিক লাক্ষাদ্বীপ ভ্রমণ ও দুই দেশের সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া নতুন উত্তেজনার ইঙ্গিত দেয়। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here