ফিরলেন ডি ব্রুইনা, ম্যানসিটির বড় জয়

0

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান এই ফরোয়ার্ডের ফেরার দিনে দাপুটে জয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানসিটি।

রবিবার (৭ জানুয়ারি) ইতিহাদ স্টেডিয়ামে হাডার্সফিল্ড টাউনকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার বাহিনী।

ম্যাচের ৩৭তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেস ব্যবধান দ্বিগুণ করলে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৫৮তম মিনিটে হাডার্সফিল্ড ডিফেন্ডার বেন জ্যাকসনের ভুলে আত্মঘাতী গোল পায় ম্যানসিটি। ম্যাচের ৬৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে আদায় করেন ফোডেন। এরপর ম্যাচের ৭৪তম মিনিটে হাডার্সফিল্ডের জালে শেষ বলটি জড়ান জেরেমি ডকু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here