মানিকগঞ্জে ট্রাকচাপায় তিনজন নিহত, আহত ৪

0

মানিকগঞ্জে ট্রাকচাপায় তিন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল দশটার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জআঞ্চলিক সড়কে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চারজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান,  একটি দ্রতগতির ড্রাম ট্রাক সিএনজিকে চাপা দিলে যাত্রীরা গুরতর আহত হন। তাদের দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় তিনজন মারা যান। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিল হোসেন বলেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতরা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে হামজা (৩) ও ফৌজিয়া (৩০) এর অবস্থা আশংকাজনক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপালটির মর্গে রাখা হয়েছে।
   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here