দিনাজপুর অঞ্চলের কৃষকরা ঘন কুয়াশা ও কনকনে শীতে বীজতলার চারা বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। কৃষকরা বোরো বীজতলা তৈরি ও চারা পরির্চযায় ব্যস্ত সময় পার করছেন। কিন্তু টানা কয়েকদিনের ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বীজতলা বাঁচাতে বিভিন্ন উপজেলার কৃষকরা মরিয়া হয়ে উঠেছে। তবে ভয়ের আশংকা নেই বলে কৃষি বিভাগ জানিয়েছে। ঘন কুয়াশার সাথে শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া অফিস জানায়।
মাঠে দেখা যায়, বিকালের পর থেকে কুয়াশা পড়তে শুরু হয়। রাতে ঘন কুয়াশায় ঢেকে যায়। সকাল থেকে শুরু করে সূর্যের দেখা পাওয়া পর্যন্ত বোরো বীজতলায় কৃষকদের পরিচর্যা করতে দেখা যায়। কেউ কেউ বোরো বীজতলা বাঁচাতে চারার উপরে পলিথিন দিয়ে ঢেঁকে রেখেছে, আবার কেউ চারার উপরে জমে থাকা শিশিরগুলো বিভিন্ন জিনিস দিয়ে ফেলে দিচ্ছে-যাতে চারাগুলো ভালো থাকে। এমন পরিস্থিতে মাঠ পর্যায়ে পরার্মশ দিয়ে যাচ্ছেন এবং ভয়ের আশংকা নেই বলে কৃষি বিভাগ জানিয়েছে।
বিরলের ঢেলপির গ্রামের কয়েকজন কৃষক বলেন, কয়েকদিন থেকে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। বীজতলা বাঁচাতে চারার উপর পলিথিন দিয়ে ঢেঁকে রাখতে হচ্ছে। এছাড়াও বীজতলার পানি প্রতিদিন বদল করে দিচ্ছি।
বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, বিরল উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের কৃষকরা এখন বোরো বীজতলার চারা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। তবে কয়েক দিন থেকে যে ঘন কুয়াশা হচ্ছে এর ফলে বোরো বীজতলার চারা যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা মাঠ পর্যায়ে প্রতিদিন বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত প্রত্যকটি বোরো বীজতলার চারা ভালো আছে।