ওমরাহ করে এসেই রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। রবিবার দুপুর ২টা ৫০ মিনিটে স্কুলটির পশ্চিম দিকের ভবনের দোতলার একটি কক্ষে ভোট দেন তিনি।
এসময় তার মা নূরজাহানও সঙ্গে ছিলেন। মাকে নিয়ে ভোট দেন এই ঢালিউড নায়ক। ভোট প্রদান শেষে এটিকে নাগরিক দায়িত্ব ও অধিকার উল্লেখ করে শাকিব খান বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার একান্ত দায়িত্ব।