শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে গ্র্যান্ড স্ল্যামে ফেরা হলো না রাফায়েল নাদালের। নিতম্বের চোটে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন স্প্যানিশ তারকা।
ব্রিজবেন ইন্টারন্যাশনালে গত শুক্রবার এই চোট পান নাদাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ানোর কথা জানান ৩৭ বছর বয়সী তারকা। নিতম্বের চোটেই প্রায় এক বছর কোর্টের বাইরে ছিলেন নাদাল। গত বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়া ম্যাচে ওই চোট পান ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। এরপর জুনে হয় তার অস্ত্রোপচার।
তিনি বলেন, এই প্রত্যাবর্তনের জন্য আমি খুব কঠোর পরিশ্রম করেছি এবং সবসময় বলেছি, আমার লক্ষ্য তিন মাসে আমার সেরা অবস্থায় থাকা। আমি সত্যিই অস্ট্রেলিয়ায় খেলতে চেয়েছিলাম। আমি কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি, যা আমাকে খুব খুশি এবং ইতিবাচক করেছে। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, শিগগিরই দেখা হবে।”