শাহরুখ খান আর গৌরির সম্পর্কও নাকি মাঝপথে ভাঙতে শুরু করেছিল। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক টিকে গেছে। তিন দশকের দাম্পত্য জীবন শাহরুখ খান-গৌরি খানের। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তারা। পঞ্জাবি পরিবারের মেয়ে গৌরি ও মুসলিম পরিবারের ছেলে শাহরুখ। এখন তিন সন্তানকে নিয়ে তাদের সংসার। তবে একটা সময় নাকি ভেঙে যেতে বসেছিল শাহরুখ-গৌরির সম্পর্ক।
ঘটনাটা তাদের বিয়ের আগের। দু’জনেই দিল্লির বাসিন্দা। সম্পর্কের শুরুর দিকে গৌরির পরিবার কিছুতেই মেনে নিতে পারেনি তিনি মুসলিম ছেলেকে বিয়ে করবেন। ক্রমাগত পারিবারিক চাপ আসতে থাকে গৌরির ওপর। শেষমেশ তিনি সিদ্ধান্ত নেন, ইতি টানতে হবে এই সম্পর্কে। এক সাক্ষাৎকারে শাহরুখ-পত্নী বলেন, ‘আমাদের সম্পর্কের কথা কিছুতেই মানতে পারেনি আমাদের পরিবার। আর আমি তাদের দুঃখ দিতে চাইনি। তাই মনে হয়েছিল সম্পর্কটা ভেঙে দেওয়াই ভাল।’
ফলে সেই বিচ্ছেদপর্ব খুব বেশি দিন টেকেনি। শাহরুখের সঙ্গে এই দূরত্ব খুব বেশি দিন বজায় রাখতে না পেরেই তার কাছে ফিরে যান গৌরী।