দেশবাগেরহাট-৪ আসন: স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জনBy AmarNews.com.bd - January 7, 20240FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন ভোট বর্জনের ঘোষনা দিয়েছেন। রবিবার (০৭ জানুয়ারি) বেলা ১টার দিকে নিজ বাড়িতে ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. জামিল হোসাইন।