১২ ঘণ্টায় ১০ গাড়ি ও ৭ স্থাপনায় আগুন : ফায়ার সার্ভিস

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে দুটি, সিলেট বিভাগে একটি, চট্টগ্রাম বিভাগে তিনটি, ময়মনসিংহ বিভাগে তিনটি, খুলনা বিভাগে একটি, বরিশাল বিভাগে চারটি এবং রংপুর বিভাগে একটি ঘটনা ঘটে।

এতে তিনটি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ড ভ্যান, দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, চারটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি নির্বাচনী ক্যাম্প, একটি কমিশনারের কার্যালয়, একটি নৌকা পুড়ে যায়। আগুন দেওয়ার এসব ঘটনায় ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ও ১৫০ জন উদ্ধারকর্মী কাজ করেছে।

এছাড়া শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কলসকাঠী বাকেরগঞ্জে একটি নির্বাচনী ক্যাম্পে, রাত দেড়টায় মধ্যরামপুরা ফেনী সদরে কমিশনারের কার্যালয়ে, রাত পৌনে একটায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পুলেরহাট এলাকায় স্কুলের একটি কক্ষে, রাত তিনটা পাঁচ মিনিটে ফেনী সদরের লাতু মিয়ার ব্রিজে দুটি কাভার্ড ভ্যানে, রবিবার ভোর পৌনে চারটায় খুলনার দৌলতপুরে পাইকপাড়া সরকারি প্রাথমিক স্কুলে এবং রাত চারটায় বরিশাল সদরের গোডাউনের গলি এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here