ফতুল্লায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা, আটক ১

0

নারায়ণগঞ্জের ফতুল্লার ১৬৯ নং কেন্দ্রে (উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা) ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। 

শনিবার রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে একদল যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রের সামনে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া করলে সকলে পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দেওয়া হয়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেন, মানুষ এখন যথেষ্ট সচেতন। তারাই হামলা প্রতিরোধ করেছে। আগামীকাল উৎসবমুখর পরিবেশে ভোট উৎসব হবে। যারাই নাশকতার পরিকল্পনা করবে তাদের জনগণই প্রতিরোধ করবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here