ওয়ানডে আর টি-টোয়েন্টি দুই ফরম্যাট মিলিয়ে তিনটি বিশ্বকাপ জেতা হয়ে গেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। দুটো ওয়ানডে বিশ্বকাপ ট্রফির ছুঁয়েছেন তিনি। আর টি-টোয়েন্টিতে একটি। তাই এবার ক্রিকেটের এই শর্টার ফরম্যাটে সেই স্বাদও দু’বার পেতে চান ওয়ার্নার।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই পুরোপুরিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চান এই অজি ওপেনার।
বিশ্বকাপ জিতেই ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানান ওয়ার্নার।