রাজবাড়ীতে ভোটকেন্দ্রে গ্রাম পুলিশ সদস্য খুন

0

রাজবাড়ীর বালিয়াকান্দির চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ‌্যালয় ভোটকেন্দ্রে গ্রাম পুলিশের এক সদস‌্য খুন হয়েছেন। তার নাম রণজিৎ কুমার দে (৪০)।

শুক্রবার দিবাগত রাতের কোনও এক সময় তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের স্ত্রী রিতা দে বলেন, রাত সাতটার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বলে বাড়ি থেকে বের হন রণজিৎ। শনিবার সকালে জানতে পারেন তিনি খুন হয়েছেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসনে ঘটনার সত‌্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here