১৭ রানে ৫ উইকেট, ডিপিএলে বিধ্বংসী মাশরাফি

0

চার-পাঁচ কদম দৌড়ে মাশরাফি বিন মর্তুজার বোলিংয়েই গুড়িয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই পেসার নিলেন পাঁচ উইকেট, গড়লেন রেকর্ডও। লিস্ট-এ ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সী ফাইফার নেওয়া বোলার এখন তিনি। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে ব্যাট করতে নেমে মাশরাফির বিধ্বংসী বোলিংয়েই ৮০ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়ে কেবল ৮ ওভার ২ বলেই জয় তুলে নেয় রূপগঞ্জ।  

নিজের তৃতীয় ওভারে এসে মাশরাফি নিজের প্রথম শিকার করেন। মোহামেডানের অধিনায়ক ইমরুল কায়েসকে বোল্ড করেন তিনি। এরপর অনুষ্ঠুপ মজুমদার, শুভাগত হোম, এনামুল হক জুনিয়রের উইকেট নেন। মাশরাফি নিজের ফাইফার পূরণ করেন সৈয়দ খালেদ আহমেদকে বোল্ড করে। মোহামেডানের পক্ষে ২৬ বলে সর্বোচ্চ ৪১ রান করেন সৌম্য সরকার। সোহাগ গাজীর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। মাশরাফি ৮ ওভার ৪ বল হাত ঘুরিয়ে ৩ মেডেনসহ কেবল ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন। এর বাইরে নাঈম ইসলাম জুনিয়র ও জিরাগ জানি দুই এবং সোহাগ গাজী নেন এক উইকেট।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here