ক্রিকেটের বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। এখন থেকে স্টাম্পিংয়ের আবেদনে বাড়তি সুবিধা পাবে না ফিল্ডিং দল। মাঠে কোনো ক্রিকেটার অসুস্থ হলে, তার চিকিৎসার জন্যও নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে।
স্টাম্পিং আর উইকেটের পেছনে ক্যাচের রিভিউয়ের ক্ষেত্রে এত দিন বাড়তি সুবিধা পেয়ে আসছিল ফিল্ডিং দল। উইকেটরক্ষক প্রায়ই স্টাম্পিংয়ের জন্য আবেদন করেন, পরে টেলিভিশন আম্পায়ার কট-বিহাইন্ড পরীক্ষা করে তবেই স্টাম্পিং হয়েছে কি না দেখে সিদ্ধান্ত জানান।
এ ছাড়া নতুন নিয়মে ফিল্ড ইনজুরি অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে, মাঠের মূল্যায়ন বা আঘাতের চিকিৎসার জন্য অনুমোদিত সময়সীমা (সর্বোচ্চ চার মিনিট) স্পষ্ট করা।
কনকাশন বদলির নিয়ম স্বচ্ছ করা হয়েছে, যেন কোনো বিভ্রান্তি তৈরি না হয়। নতুন নিয়মে, কোনো ক্রিকেটারকে যদি কনকাশন বদলি হিসেবে খেলাতে হয়, তাহলে মাঠ ছেড়ে যাওয়া ক্রিকেটারের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলে তিনিও বল করতে পারবেন না।
আরেকটি নিয়ম হলো, তৃতীয় আম্পায়ার সামনের পা ছাড়াও নো বলের সব ধরনের ভুল স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করার সুযোগ পাবেন।