যশোরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রতি জনগণের আগ্রহ নেই দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৫ (মনিরামপুর উপজেলা) আসনের জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিম। 

বৃহস্পতিবার রাতে মনিরামপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এমএ হালিম।

তিনি আরও বলেন, ‘আমি কোনো প্রার্থীকে সমর্থন করছি না। যতক্ষণ মাঠে ছিলাম, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের সহযোগিতা পেয়েছি। কিন্তু এখানে আওয়ামী লীগের দুই প্রার্থী মুখোমুখী, সংঘাতের আশঙ্কা রয়েছে। সাধারণ ভোটার ও আমার দলীয় নেতাকর্মীদের সংঘাত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি’। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here