ভারতের পিচ নিয়ে আইসিসির নিরপেক্ষতা চান রোহিত

0

টেস্ট ক্রিকেটের ইতিহাসে বল হিসেবে সবচেয়ে ‘সংক্ষিপ্ততম টেস্ট’ ম্যাচ হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার মাঝে। কেপটাউনে মাত্র দেড় দিনে ১০৭ ওভারের ম্যাচটিতে ভারত ৭ উইকেটে জিতেছে। বুধবার টেস্টের প্রথম দিনেই পড়ে গিয়েছিল ২৩টি উইকেট। যা এখন ক্রিকেটাঙ্গনের বেশ আলোচিত বিষয়।

বৃহস্পতিবার ম্যাচ শেষে এই পিচ নিয়ে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। কেপটাউনের পিচ নিয়ে ক্ষিপ্ত তিনি।

কেপটাউনে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশন থেকেই বলের অসম বাউন্স, সুইং ও সিম মুভমেন্ট দেখা গেছে। যা ব্যাটসম্যানদের জন্য রীতিমতো ‘বধ্যভূমি’তে পরিণত হয়। অতীতে ভারত নিজেদের মাটিতে স্পিনিং উইকেট তৈরি করে বেশ কয়েকবার সমালোচিত হয়েছিল। আড়াই-তিন দিনের মধ্যে খেলা শেষ হওয়া বেশ কয়েকটি টেস্টের পিচকে ‘বাজে’ আখ্যাও দেয় আইসিসি। সে সব ঘটনার দিকে ইঙ্গিত করে ক্ষোভই ঝেড়েছেন রোহিত।

ভারত অধিনায়ক বলেন, এই টেস্টে কী হয়েছে আমরা সবাই দেখেছি। কীভাবে পিচ আচরণ করেছে তা-ও দেখা গেছে। এ ধরনের পিচে খেলতে আমার কোনো সমস্যা নেই। যতক্ষণ না ভারতের পিচ নিয়ে কেউ কোনো কথা বলা বন্ধ রাখছে।

রোহিতের সংযোজন, দক্ষিণ আফ্রিকায় সবাই টেস্ট খেলতে আসে নিজের ক্ষমতা পরীক্ষা করার জন্য। এখানে খেলা ভয়ঙ্কর, কঠিন এমনই বলা হয়। তা হলে ভারতে গেলেও খেলা কঠিন হতে পারে। দেখুন, আমরা টেস্ট খেলতে গিয়ে শুধু খেলাটা নিয়েই কথা বলি। টেস্ট ফরম্যাট নাকি সবার উপরে, এমন কথাও শোনা যায়। তাহলে সেই কথার পাশে দাঁড়ানোটাও দরকার।

ভারতের পিচের সমর্থন করতে গিয়ে তিনি বলেন, যদি টেস্ট খেলতে গেলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তা হলে এগিয়ে এসে সেটাকে সামলানোর দক্ষতা থাকা দরকার। ভারতেও সেটাই করতে হয়। কিন্তু আমি দেখেছি ভারতে প্রথম দিন থেকে বল ঘোরা শুরু করলেই লোকে বলতে শুরু করে, ‘ধুলো ভরা পিচ, ধুলো ভরা পিচ’। দক্ষিণ আফ্রিকার এ ধরনের পিচেও তো অনেক খেলা হয়। মানুষের চোখে সেটা পড়ে না কেন?

গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের বেশ কিছু ম্যাচের পিচের মান ভালো হয়নি বলে জানিয়েছিল আইসিসি। এমনকি ফাইনালের পিচের রেটিংও গড়পড়তার নিচে বলে জানিয়েছিল তারা। এ প্রসঙ্গে রোহিত সমালোচনা করেছেন ম্যাচ রেফারিদেরও।

তিনি বলেছেন, যেখানেই আপনারা যান না কেন, নিরপেক্ষ থাকাই উচিত। বিশেষত ম্যাচ রেফারিদের। পিচের রেটিং কেমন হওয়া উচিত তা নিয়ে ম্যাচ রেফারিদের আরও নজর দেওয়া উচিত। এখনও বিশ্বাস হয় না যে বিশ্বকাপ ফাইনালের পিচের রেটিং গড়পড়তার নিচে ছিল। সেই ম্যাচে একজন ব্যাটার শতরান করেছে। তা হলে কী করে সেটা খারাপ পিচ হতে পারে?

রোহিত বলেন, আইসিসি এবং ম্যাচ রেফারিদের আমি বলতে চাই, আপনারা যা দেখছেন তার বিচারে পিচের রেটিং দিন।  আশা করি তারা নিজেদের চোখ-কান খোলা রাখবেন এবং খেলার এই দিকটাও যত্ন নিয়ে দেখবেন। সত্যি বলতে, আমার কোনো পিচেই খেলতে সমস্যা নেই। আমরা বরং এই পিচে খেলা নিয়ে গর্ববোধ করি। কিন্তু বাকিদেরও নিরপেক্ষ থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here