ইরাকে ড্রোন হামলায় ইরানপন্থি স্থানীয় কমান্ডারসহ নিহত ৪

0

বাগদাদের পূর্বাঞ্চলে ইরান সমর্থিত মিলিশিয়া সদর দপ্তরে ড্রোন হামলায় অন্তত চার মিলিশিয়া যোদ্ধা নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে পুলিশ ও নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে।

পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইরাকি মিলিশিয়া গোষ্ঠী আল-নুজাবা’র ব্যবহৃত একটি ভবনের ভেতরে অন্তত দুটি রকেট আঘাত হেনেছে।

হামলায় আল-নুজাবার এক স্থানীয় কমান্ডার ও তার এক সহযোগী নিহত হয়েছেন বলে পুলিশ ও গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন।

মুখপাত্র এবং দুই ইরাকি মিলিশিয়া কমান্ডার মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেছে, যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। তারা প্রতিশোধ নেওয়ার  হুমকিও দিয়েছে।

স্থানীয় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু আকিল আল-মুসাভি বলেন, আমরা প্রতিশোধ নেব এবং আমেরিকানদের এই আগ্রাসন চালানোর জন্য অনুতপ্ত করব।

এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here