ফিফার বর্ষসেরা একাদশের মনোনয়নে মেসি-রোনালদো

0

ইনজুরিতে আক্রান্ত হলেও ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নিজের কারিশমা দেখিয়েছেন লিওনেল মেসি। আর সৌদি ক্লাব আল-নাসরে গোলের বন্যা বইয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৩ সালে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।  

ইউরোপ ছেড়ে গেলেও তাই ফিফার বর্ষসেরা স্কোয়াডের জন্য মনোনয়ন পেয়েছেন দু’জনই। ২৩ সদস্যের এই স্কোয়াড থেকেই ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশের নাম। তালিকায় মেসি এবং রোনালদো ছাড়াও আছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার নামও।

২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডঃ

গোলকিপার
থিবো কোর্তোয়া, এডারসন, এমিলিয়ানো মার্তিনেজ

ডিফেন্ডার
রুবেন দিয়াজ, ফন ডাইক, এদার মিলিতাও, রুডিগার, জন স্টোনন্স, কাইল ওয়াকার 

মিডফিল্ডার
জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইন, ইলকায় গুন্দোয়ান, লুকা মদ্রিচ, রদ্রি, বের্নার্দো সিলভা, ফেদেরিকো ভালভার্দে

ফরোয়ার্ড
করিম বেনজেমা, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস জুনিয়র। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here