দেশবরিশালে বিএনপিপন্থী আইনজীবীদের প্রতিবাদ সমাবেশBy AmarNews.com.bd - January 4, 20240FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানিয়ে বরিশালে আদালত বর্জন এবং প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। বিএনপির কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা জজ আদালত চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।