আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। খবর সিনহুয়া নিউজের।
দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্যানটেনে বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সংস্থাটি জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এ কারণে সুনামির সতকর্তা জারি করা হয়নি।
এর আগে গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার নুসা টেঙ্গারা প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ১।
প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে।