বিশ্বকাপ ব্যর্থতার পর ওয়ানডে দলে আমূল পরিবর্তন আনল শ্রীলঙ্কা। চোট কাটিয়ে দলে ফিরলেন দাসুন শানাকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই বছরের বেশি সময় পর সুযোগ পেলেন আকিলা দানাঞ্জয়া।
শ্রীলঙ্কার নতুন প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছেন। ১৭ জনের দলে বিশ্বকাপ থেকে পরিবর্তন আনা হয়েছে ৮টি।
নয় নম্বরে থেকে শেষ করা বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন দিমুথ কারুনারাত্নে, কুসাল পেরেরা, ধানাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমান্থা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা। এছাড়া টুর্নামেন্টের মাঝপথে যোগ দেওয়া চামিকা কারুনারাত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউসেরও জায়গা হয়নি এই সিরিজে।
দলে ফেরাদের মধ্যে দানাঞ্জয়া ২০২১ সালের সেপ্টেম্বরের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। গত বছরের জানুয়ারির পর থেকে দলের বাইরে ভ্যান্ডারসাই। হাসারাঙ্গাকে স্কোয়াডে রাখা হলেও তার ফেরা নির্ভর করছে ফিটনেসের ওপর। হ্যামস্ট্রিং চোট থেকে এখনও পুরোপূরি সেরে ওঠেননি তিনি। প্রথম দুই ওয়ানডেতে তাকে না পাওয়ার শঙ্কাও রয়েছে।
কলম্বোয় আগামী শনিবার শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ ৮ ও ১১ তারিখ।
শ্রীলঙ্কা স্কোয়াড: কুসাল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রামা, সেহানা আরাচিগে, নুয়ানিন্দু ফার্নান্দো, দাসুন শানাকা, জানিথ লিয়ানাগে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশানকা, দুশমন্থ চামিরা, দুনিথ ওয়েলালাগে, প্রামোদ মাদুশান, জেফ্রি ভ্যান্ডারসাই, আকিলা দানাঞ্জায়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা (ফিটনেসের ওপর নির্ভরশীল)।