লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি মহাসচিব সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদোয়ান আহমদ বলেছেন, এই সরকারের পতনে আন্দোলন-সংগ্রামের বিকল্প নাই। সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। সবাই মাঠে নামলে এই সরকারের পতন হবে ইনশাআল্লাহ। দেশে গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। মহান স্বাধীনতা দিবসের এটাই হোক শপথ।
তিনি আজ সোমবার সকালে এলডিপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।