ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার কাশেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে ইরানের ন্যাশনাল মেডিকেল ইমার্জেন্সি অর্গানাইজেশনের প্রধান জাফর মিয়াদফার জনিয়েছেন, অন্তত ১০৩ জন নিহত হয়েছেন।
আইআরজিসির সঙ্গে যুক্ত ইরানি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, সোলেইমানির সমাধিস্থল থেকে ৭০০ মিটার দূরে প্রথম বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটি এক কিলোমিটার দূরে ঘটে। যার অর্থ- বিস্ফোরক এলাকার ব্যস্ততম অংশে অবস্থিত ছিল না এবং কোনও সুরক্ষা গেট অতিক্রম করতে পারেনি।
২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হন।
বিস্ফোরণের পর কেরমানের ডেপুটি গভর্নর এই ঘটনাকে ‘‘সন্ত্রাসী হামলা’’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটা সন্ত্রাসী হামলা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিস্ফোরণের একাধিক ভিডিওতে বেশ কিছু মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।