নৌকা এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার : হুইপ ইকবাল

0

দিনাজপুর-৩ সদর আসনের প্রার্থী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, নৌকা এ দেশের উন্নয়নের একমাত্র পথপ্রদর্শক। নৌকা আপনাদের শান্তি, নিরাপদ, উন্নয়ন ও সুখ সমৃদ্ধ দেশ গড়ার নিশ্চয়তা দিয়েছে। এই নৌকা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রত্যেকটি ঘর আজ আলোকিত। আজকে আমরা শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি বলেই ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। শ্রমিকরা ভাল আছে। নৌকা স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তি দিয়েছে। এই নৌকায় ভোট দিয়েছে বলেই কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন থাকবে না। নৌকায় এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার। 

তিনি বলেন, দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হচ্ছে। যা ৩/৪  হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শেখ কামাল আইটি নগরী প্রতিষ্ঠা হলে হাজারও ছেলে-মেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারবে। নিজেদের আয়ের সুযোগ বাড়বে। বঙ্গবন্ধু কন্যা চায় অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হিসেবে ছেলে-মেয়েরা গড়ে উঠুক। বয়স্ক, বিধবা, পঙ্গু, গর্ভবতী ভাতাসহ সকল ধরনের ভাতা সকল ধর্মের মানুষ উপভোগ করছেন। বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে নৌকার কোনো বিকল্প নেই।

জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হুসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইকবাল চৌধুরী, বাংলাদেশ অটো মেজর হাসকিং মিল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মহন, স্বর্ণকার সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here