ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

0

ইসরায়েলে এখন চলছে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন। এর মধ্যেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

নেতানিয়াহু সরকারের নেয়া ‘বিচারব্যবস্থা সংস্কারের’ উদ্যোগের বিরুদ্ধে কথা বলার পরদিন রবিবার গ্যালান্টকে বরখাস্ত করা হল।

বিচারব্যবস্থা সংস্কারে নেতানিয়াহু সরকারের উদ্যোগের প্রতিবাদে ইসরায়েলে গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই পদক্ষেপে সামরিক বাহিনী ও ব্যবসায়ী নেতৃত্বও ক্ষুব্ধ হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের মিত্র দেশগুলোও।

নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টির সিনিয়র সদস্য ছিলেন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট। দলের নেতৃস্থানীয়দের মধ্যে তিনিই প্রথম শনিবার বিচারব্যবস্থা ঢেলে সাজাতে নেওয়া আইনি উদ্যোগ স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন।

বিচারব্যবস্থা সংস্কারের আইনটি চলতি সপ্তাহে পার্লামেন্টে পাস করতে চাচ্ছে নেতানিয়াহু সরকার। এই আইনের মূল দিকটি হচ্ছে, সব ধরনের বিচারিক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা পাবে উগ্র-ডানপন্থী ক্ষমতাসীন জোট।

সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে অস্থিরতার কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট বিতর্কিত আইনটি পাসের প্রক্রিয়া আগামী মাস পর্যন্ত স্থগিত রাখার আহ্বান জানান। তার এ আহ্বানের এক দিনেরও কম সময়ের মধ্যে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এল। সূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here