টোকিওতে হানেদা বিমানবন্দরের রানওয়েতে জাপান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে কোস্ট গার্ডের বিমানের সংঘর্ষ হয়েছে। কোস্ট গার্ড বিমানের পাঁচজন ক্রুর খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে সম্প্রচার মাধ্যম এনএইচকে।
জাপান কোস্ট গার্ড টিএলডি এনএইচকে জানিয়েছে, বিমানটিতে ৬ জন যাত্রী ছিল, যার মধ্যে ১ জন সরে যেতে সক্ষম হয়েছে। কিন্তু ৫ জনের নিরাপত্তা অজানা।
কোস্ট এয়ারক্র্যাস্টটি একটি এমএ ৭২ ফিক্সড উইং বিমান ছিল।
ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা বিমানটি স্প্রে করছেন। জানালা থেকে আগুনের শিখা বের হচ্ছে এবং বিমানের নাক মাটিতে পড়ে আছে। আগুন নেভানোর জন্য দমকলের ৭০টিরও বেশি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে।
খবরে বলা হয়, বিমানটি জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোর সাপ্পোরো বিমানবন্দর থেকে অবতরণ করে। বিশ্বের অন্যতম ব্যস্ততম হানেদা বিমানবন্দরের কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, তারা ‘বিস্তারিত যাচাই’ করছেন।