শেষ ম্যাচের আগে দুর্ঘটনা; ওয়ার্নারের আকুতি!

0

সিডনির বিখ্যাত এসসিজি স্টেডিয়ামে আর কিছুক্ষণ পরই নিজের শেষ টেস্ট খেলার জন্য নামবেন ডেভিড ওয়ার্নার। কিন্তু এই ম্যাচ খেলার ঠিক আগে ওয়ার্নার পেলেন বড় এক দুঃসংবাদ। 

প্রতিটি ক্রিকেটারের কাছেই অমূল্য সম্পদ তার টেস্ট ক্যাপ। বিদায়ী টেস্টের আগে তার মাহাত্ম্য আরও বেশি। অথচ সেই মূল্যবান ক্যাপটিই হারিয়ে ফেলেছেন ওয়ার্নার। মেলবোর্ন থেকে সিডনিতে যাওয়ার পথে ফ্লাইটে হারিয়ে যায় ক্যাপ আর ব্যাগ। যা ফিরে পেতে ইন্সটাগ্রামে একপ্রকার আকুতিই জানিয়েছেন এই অজি ব্যাটার। 

ইনস্টাগ্রামে ক্যাপ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ওয়ার্নার বলেছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’ 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here