ঝিনাইদহে রাতে খেজুরের রস খেতে গিয়ে প্রাণ গেল রুলী খাতুন (২৫) নামের এক নারী বাইকারের।
সোমবার (০১ জানুয়ারি) দিবাগত রাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুলী সদর উপজেলার নাচনা গ্রামের আনছার আলীর মেয়ে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, ওই নারীর মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।