বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারের সাথে ভোটের মাঠে লড়াই জমিয়ে তুলেছেন ঈগল পাখি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস আলী।
মোংলা বন্দর ও শিল্পাঞ্চল ভিত্তিক এই আসনটিতে ৭ জন প্রার্থী ভোটের মাঠে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকা ও ঈগল পাখি প্রতীকের। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী বর্তমান এমপি উপমন্ত্রী হাবিবুন নাহার অষ্টম জাতীয় সংসদ থেকে টানা চারবারের এমপি। এলাকায় ব্যাপক জনপ্রিয় এই এমপি এবার নিজ দলের বিদ্রোহী প্রার্থীর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়েছেন।