অকথ্য গালিগালাজের অভিযোগে হেভিওয়েট প্রার্থী হাসানুল হক ইনুর নির্বাচনি এজেন্ট আব্দুল আলীম স্বপনকে নোটিশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি। আব্দুল আলীম স্বপন কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক।
এজেন্ট আব্দুল আলীম স্বপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু।
তবে এবিষয়ে আব্দুল আলীম স্বপন এখনও নোটিশ পাননি বলে জানিয়েছেন। হাতে পেলে তার লিখিত জবাব দিবেন বলেও জানান তিনি।