ফেনীতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের আদালত বর্জন

0

ডামি নির্বাচন বর্জন, গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে আজ ১ জানুয়ারি হতে ৭ জানুয়ারি পর্যন্ত বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের আদালত বর্জন ও জনসচেতনতার লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় তারা ডামি নির্বাচন বন্ধের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

আজ সোমবার দুপুরে ইউনাইটেড ল-ইয়ার্স কাউন্সিলের আয়োজনে ফেনী জজকোর্ট আদালতে এ কর্মসূচি পালন করা হয়েছে।

ল-ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আবু তাহের বলেন, সারাদেশে আমাদের আদালত বর্জন কর্মসূচি চলছে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ফেনীতে এই কর্মসূচি পালন করেছে।

বিএনপি নেতা অ্যাডভোকেট মেছবাহ উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, বর্তমানে দেশের কোথাও ন্যায় বিচার নেই। আদালতগুলোতে বিরোধীদলের নেতাকর্মীদের অন্যায়ভাবে সাজা দেয়া হচ্ছে। জামিন না দিয়ে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হচ্ছে। আমরা এসব অন্যায়ের প্রতিবাদে সারাদেশে আদালত বর্জনের ডাক দিয়েছি। দলমত নির্বিশেষে আইনজীবীরা আমাদের ডাকে সাড়া দিয়ে শুনানিতে অংশ নিচ্ছেন না।
 
ল-ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক শামসুল হুদা বলেন, এই সরকার ন্যাক্কারজনকভাবে আদালতগুলোতে হস্তক্ষেপ করে বিচার ব্যাবস্থা ধ্বংস করে দিচ্ছে। নেতাকর্মীদের সাজা দিতে রাত পর্যন্ত সাক্ষ্যগ্রহণের নজির স্থাপন করেছে। বিচার প্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এসবের প্রতিবাদের অংশ হিসেবে আমরা আদালত বর্জন করেছি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here