বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর তিন সংস্করণেই নেতৃত্বে বদল এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্টে দায়িত্ব পান শান মাসুদ, টি-টোয়েন্টিতে ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। তবে শাহিনকে এখনই নেতৃত্বে দেখতে চান না তার শ্বশুর পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। শাহিনকে বোলিংয়েই মনোযোগ দিতে বলেছেন তিনি।
জামাতার অধিনায়কত্ব নিয়ে আপত্তি জানিয়ে আফ্রিদি বলেন, শাহিনকে পাকিস্তানের নেতৃত্বে আনার সিদ্ধান্ত ভুল ছিল। তার মতে অধিনায়ক হিসেবে সবচেয়ে যোগ্য ছিল মোহাম্মদ রিজওয়ান। ফাউন্ডেশনের কাজে অস্ট্রেলিয়ায় অবস্থান করা আফ্রিদি মেলবোর্নে এক অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের ক্রিকেটের অধিনায়কত্বের বদল নিয়েও কথা বলেছেন।