মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। দিবসটি পালন উপলক্ষে নানামুখী কর্মসূচি পালন করে মোংলা বন্দর।
দিবসটির শুরুতে রবিবার ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও বন্দরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।
পরে মোংলা বন্দরের আওতাধীন বন্দর মাধ্যমিক বিদ্যালয় ও পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে বন্দর হাসপাতালের রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বন্দরের সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা আলোকসজ্জাকরণ এবং নৌযান সমূহ জাতীয় পতাকাদ্বারা সজ্জিতকরণ করা হয়। দুপুরে বন্দর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।