নতুন কীর্তি গড়ে যা বললেন রোনালদো

0

বয়স ৩৮ বছর হয়ে গেলেও সমান তালে গোল করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে প্রতিটি ম্যাচেই নিজের জাত চেনাচ্ছেন। শুধু তাই নয়, ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গিয়েছেন রোনালদো। এই বছরও সেই কীর্তি ধরে রাখতে চান তিনি।

গোটা ২০২৩ সালে ক্লাব এবং দেশ মিলিয়ে মোট ৫৪টি গোল রয়েছে রোনালদোর। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার মতো এতো গোল কেউ করতে পারেননি। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেন। ক্লাব বায়ার্ন মিউনিখ এবং ইংল্যান্ডের হয়ে মোট ৫২টি গোল করেছেন তিনি। কিলিয়ান এমবাপ্পেও ৫২ গোল নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। নরওয়ের আর্লিং হালান্ড ৫০ গোল নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here