রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সোমবার বিকাল সাড়ে তিনটায় জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির পরিচালনায় নির্বাচনি সভায় মহানগর ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
মঞ্চে মহানগর, কেন্দ্রীয় নেতারা ছাড়াও রাজধানীর ১৫টি নির্বাচনি এলাকার নৌকা পাওয়া দলীয় প্রার্থীরা অংশ নিয়েছেন। মঞ্চে আছেন ঢাকার দুই মেয়রও।
জনসভা বেলা দুইটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বেলা ১২টার আগেই কলাবাগান মাঠে জড়ো হতে থাকেন। নৌকা পাওয়া প্রার্থীরা নিজ নিজ শক্তি সমর্থন জানান দিতে কর্মী সমর্থক নিয়ে নানা রঙ বেরঙের গেঞ্জি, টুপি, নৌকা ও জাতীয় পতাকা নিয়ে উপস্থিত হয়েছেন। বিশেষ ভাবে তৈরি দলীয় সভানেত্রী শেখ হাসিনার ছবিও নেতাকর্মীদের হাতে দেখা যাচ্ছে।