দেশজুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের গণগ্রেফতার, হত্যা, গুম, কারা হেফাজতে নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়িতে ভাঙচুরের প্রতিবাদে নাটোরে প্রতিবাদ র্যালি ও লিফলেট বিতরণ করেছে নাটোর জেলা ছাত্রদল। আজ সোমবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক প্রতিবাদ র্যালি বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাফরাস্তায় সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সহ সভাপতি মিনহাজ মনির, কলেজ ছাত্রদলের আহবায়ক এসএম জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা ৭ জানুয়ারিকে কালো দিন হিসেবে আখ্যায়িত করে সাধারণ জনগনকে ভোট বর্জন করে ঘরে থাকার আহবান জানান। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির কার্যালয়ের সামনে শ্রমিকদলের সাধারণ সম্পাদক বুলবুলের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন।