গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর যুক্তরাষ্ট্র ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী মোতায়েন করে। দুই মাসেরও বেশি সময় পর রণতরীটি পূর্ব ভূমধ্যসাগর ত্যাগ করবে বলে জানিয়েছে এবিসি নিউজ।
একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভার্জিনিয়ার নরফোক বন্দরে ফিরে যাবে বিমানবাহী রণতরী ও অন্যান্য জাহাজ। ক্যারিয়ার গ্রুপটি ভবিষ্যতে মোতায়েনের জন্য প্রস্তুতি নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এবিসিকে বলেছেন, আজ তাদের ঘোষণা করার মতো কিছুই নেই।
প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলার পরের দিন নৌবাহিনীকে এই অঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।