বছরের প্রথম দিনেই বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষে দেখা গেছে। সোমবার বেলা ১১টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিলো ২৭৮, যা বাতাসের মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।
একই সময়ে ২৩৬ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারতের শহর কলকাতা। ২২২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে ভারতেরই আরেক শহর নয়া দিল্লি। এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে যথাক্রমে চীনের শহর চেংদু, ঘানার রাজধানী আক্রা ও পাকিস্তানের করাচি।