মেহেরপুর-২ (গাংনী) আসনে “নৌকা মার্কায় ভোট না দিলে সেন্টারে (কেন্দ্র) আসার দরকার নেই” বলে ভোটারদের সবধান করে দিয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বামুন্দী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বিশ্বাস। শনিবার গাংনীর দুললুভপুর গ্রামে আয়োজিত নৌকা সমার্থিত এক নির্বাচনি প্রচারসভার তিনি এ হুঁশিয়ারি দেন।
শহিদুল ইসলাম প্রচারসভায় বলেন, আমরা যদি নৌকা মার্কায় ভোট না দিতে পারি, না দিতে চাই, তাহলে সেন্টার পর্যন্ত যাওয়ার দরকার নেই। নৌকা মার্কায় ভোট দিতে পারলে সেন্টার পর্যন্ত যেতে হবে। না দিতে পারলে তার যাওয়ার দরকার নেই। উন্নয়ন ভোগ করব নৌকার আর আমরা সিল মারব অন্য জায়গায়?