দেশশরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিকBy AmarNews.com.bd - January 1, 20240FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL সাড়ে ছয় ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে যাওয়ায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে রাত ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।