যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীন সর্বভৌম রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বাংলাদেশের জনগণ বিশ্বের বুকে বিজয়ী ও স্বাধীন জাতি।
আজ রবিবার ভোলার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।