কাতারে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় মেলা। কাতার প্রবাসীদের মাঝে সেতু বন্ধন সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ স্কুল ও দূতাবাসের উদ্যোগে লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চার দিনব্যাপী এই মেলায় দর্শণার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।
তিতাস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ও কাতার আওয়ামী লীগের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করাই বিশেষ সম্মাননা টেস্ট প্রদান করেন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
হাজার মাইল দূরে থাকলেও দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি আগত দর্শনার্থীরা। ঘর সাজানো সামগ্রী, দেশীয় পিঠাপুলি, জামদানি, নকশীকাঁথা, থ্রি পিস, ব্যাগ, আবেয়া, কসমেটিকস, বাচ্চাদের পোশাক, রেডিমেট গার্মেন্টসসহ বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে বসেন প্রবাসীরা বাংলাদেশিরা।
প্রতিদিন এই মেলায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফ্যাশন শো, নৃত্য, ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজনের মধ্য দিয়ে কাতারের বুকে এক টুকরো বাংলাদেশে পরিনত হয়। ভবিষ্যতেও বৃহৎ পরিসরে এই মেলা করার কথা জানান রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।