বঙ্গবন্ধু কন্যাকে ভয় দেখিয়ে লাভ নেই : ক্যাপ্টেন তাজ

0

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ক্যাপ্টেন এবি তাজুল  এমপি বলেছেন, বাংলার জনগণ ও শেখ হাসিনা এক সূত্রে গাঁথা। দেশের শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন, অগ্রগতির দিকে তাকালে একটি নামই বার বার আসে তিনি হলেন শেখ হাসিনা। 

শনিবার মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বাহেরচর গ্রামের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূর মোহাম্মদ মোল্লার সভাপতিতত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইলসাম, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি সায়েদুল ইসলাম বকুল ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক শাফায়েত উল্লাহ,  শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ মো. আজিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম.এস. রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর ছাত্রলীগ সভাপতি হিমেল সরকার, সাধারণ সম্পাদক সামুয়েল আহমেদ, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here