বিশ্বের সবচেয়ে ধনী নারীর তকমা নিজের করে নিলেন প্রসাধনী কোম্পানি লরিয়েলের উত্তরাধিকারী ফ্রাসোঁয়া বেটেনকোর্ট মেয়ার্স। ৭০ বছর বয়সী এই নারীর মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১০ হাজার কোটি ডলারেরও বেশি।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার সূচকে ইতোমধ্যে বিশ্বের ধনীতম নারী হিসেবে জায়গা করে নিয়েছেন মেয়ার্স। বর্তমানে তার মোট সম্পদ ১০ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছেছে।
ফ্রান্সভিত্তিক কোম্পানি লরিয়েল বিশ্বের বৃহত্তম প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি। লরিয়েলের প্রস্তুতকৃত সুগন্ধী, শ্যাম্পু, বডিলোশন, চুলের কলপ, সানস্ক্রিন ও অন্যান্য প্রসাধন সরঞ্জাম বিশ্বের বহু দেশের বাজারে সহজলভ্য। ১৯০৯ সালে ফ্রাসোঁয়া বেটেনকোর্ট মেয়ার্সের নানা ইউজিন শুলার কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন।