গাজীপুরে জমে উঠেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য দলীয় লোকজন প্রার্থীদের পক্ষে পথসভা ও গণসংযোগ করেন। গাজীপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: জাহিদ আহসান রাসেল শনিবার সিটি করপোরেশনের গাছা থানার বোর্ডবাজার, ইছরসহ বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেন।
একই আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের ট্রাক মার্কার সমর্থনে সকাল থেকে সিটি করপোরেশনের দাক্ষিণখান, রাহাপাড়া,ধীরাশ্রম, লক্ষ্মীপুরা, জয়দেবপুর বাজার, মাধববাড়ি মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।